তোমার জন্য আমি এখনো কাঁদি তাই বারবার ফিরে আসি.তুমি একটা ধোঁকাবাজ! কালপ্রিট!

💔তুমি একটা ধোঁকাবাজ! কালপ্রিট! 💔
Freelancer Nasim And Md Baized

তোমার জন্য আমি এখনো কাঁদি তাই বারবার ফিরে আসি, আর এর জন্য তোমার সবার সামনে ভাব কোনো যুক্তিই আমি দেখিনা। কারণ তুমি মস্ত বড় একটা ধোঁকাবাজ কালপ্রিট, আর যার জন্য তুমি এটাও বোঝো নি যে সত্যি কারের ভালোবাসা কেউ কারো হাত ছাড়ে না, ভালোবেসে হাতটি ধরার আগে তোমার হাজার বার ভাবা উচিত ছিল যে এই ওয়াদা তুমি রাখতে পারবা কিনা?কিন্তু তা তুমি কখনোই করনি মনে রেখো ভালোবাসা ভালবাসাকেই চীনে অজুহত চিনে না। শেষে এটুকুই বলতে চাই সাময়িক কালের জন্য হয়তো কাউকে পেতে পারো কিন্তু আমার মত বারবার ফিরে আসে মানুষটি তোমার কপালে কখনো জুটবে না। আর হ্যাঁ কারো বারবার ফিরে আসাতে তুমি যদি নিজেকে অনেক বড় মনে করো তাহলে তুমি সবথেকে বড় ভুল করছো কারণ একটি মানুষ তখনই ফিরে আসে যখন সে তার অভাব কে বুঝতে পারে, এতক্ষণ  যা পরছিল তোমার আবেগের কথা এখন বলছি বাস্তবতা। ফিরে যাও সে দিনগুলোতে যেদিন সে মানুষটি তোমার জীবনে ছিল না তুমি কি ভালো ছেলে না তখন তুমি কি হেসে খেলে চলনি তোমার বাবা-মা তোমাকে ভালবাসত না তোমার কাছে কি তারা ভাল ছিলনা তুমি কি তাদের কাছে ভালো ছিলে না, তবে আজ কেন সে মানুষটি চলে যাবার পরে তুমি এমন কিছু কাজ করছ যার কারণে তোমার বন্ধুবান্ধব তোমার বাবা-মা সবাই কষ্ট পায়? তোমাকে দেখে তারা স্যাড থাকে কেন? এক কিলোমিটার রাস্তায় যাবার পথে যদি মাঝখানে কোন দুর্ঘটনা ঘটে বাকি রাস্তাটা তুমি বিশ্বনতাই পূর্ণ করতে পারো না, এবং তুমি এটাও জানো না সামনে আরো শুভ দিন আসতে পারে বিপদ আসতে পারে। সুতরাং এই আমি টাকে আগে ভালবাসো আমার আমি তাকে আগে ভালবাসতে হবে তারপরে আমাদের টাকে, আগে নিজে বাঁচো তারপরে অন্যকে বাঁচানোর চেষ্টা করো। আর তাকে শাস্তি দেয়ার কোন রাস্তা খুঁজো না। তোমার অগোছালো তুমি তাকে আগের সাজিয়ে তোল গুছিয়ে তোলো নিজেকে সফল করে তুলো তোমারে সফলতা তাই একদিন তার আফসোসের কারণ হবে দাঁড়াবে.।?

কোন মন্তব্য নেই

hi my name is baized