2.জন্ম দিলেই মা হওয়া যায় না। মায়ের দায়িত্ব টা অনেক বড়।

মায়ে দায়িত্ব
MD BAIZED

দিলেই মা হওয়া যায় না। মায়ের দায়িত্ব টা অনেক বড়।
কোনো কোনো মা আছে যারা মা নামের কলঙ্ক তাদের কে মা ডাক টা শোভা পায় না। থাক ওসব কথা অতীত অতীতই থাকুক।
বর্তমান আর ভবিষ্যৎ এর দিকে অগ্রসর হই।
 জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। আমার মা আর আমি।
 জন্ম টা বিষয় না কর্মগুণে মানুষের সম্মানের প্রাপ্তি ঘটে।
 আমি খারাপ হতে পারি বোকা হতে পারি অশিক্ষিত হতে পারি পঙ্গু হতে পারি।
 কিন্তু আমি আমার মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান

1 টি মন্তব্য:

hi my name is baized