1 .মা ডাকটি খুবই মধুর এটা সবার জানা,মায়ের কথা শুনবে সদা করবে না মানা।

"মা"
আফসানা ইসলাম মীম

মা ডাকটি খুবই মধুর
এটা সবার জানা,
মায়ের কথা শুনবে সদা
করবে নাতো মানা।
মা হলো সর্বকালের-
সর্বশ্রেষ্ট জন,
মা ছাড়া অন্য কেউতো
হয়না আপনজন।
মা যে আমার শ্রেষ্টবন্ধু
মা যে আমার প্রান,
মা ছাড়া মনটা আমার
একুল-ওকুল ম্লান
মাকে করো শ্রদ্ধা সালাম
দিও মনে সুখ
সুখনা পেলে তুমিও পাবে
দুঃখ আর দুঃখ

কোন মন্তব্য নেই

hi my name is baized