1 .মা ডাকটি খুবই মধুর এটা সবার জানা,মায়ের কথা শুনবে সদা করবে না মানা।
"মা"
আফসানা ইসলাম মীম
মা ডাকটি খুবই মধুর
মায়ের কথা শুনবে সদা
করবে নাতো মানা।
মা হলো সর্বকালের-
সর্বশ্রেষ্ট জন,
মা ছাড়া অন্য কেউতো
হয়না আপনজন।
মা যে আমার শ্রেষ্টবন্ধু
মা যে আমার প্রান,
মা ছাড়া মনটা আমার
একুল-ওকুল ম্লান।
মাকে করো শ্রদ্ধা সালাম
দিও মনে সুখ
সুখনা পেলে তুমিও পাবে
দুঃখ আর দুঃখ।
Post a Comment