বাংলাদেশ বিমান বাহিনী,গল্পটি আমার একার নয়, আমার মত আমাদেরই আরও ৬৫৭ টি মায়ের কোল ছেড়ে আসা এক ঝাক মমতাময়ী সন্তানদের নিয়ে
বাংলাদেশ বিমান বাহিনী
গল্পটি আমার একার নয়, আমার মত আমাদেরই আরও ৬৫৭ টি মায়ের কোল ছেড়ে আসা এক ঝাক মমতাময়ী সন্তানদের নিয়ে,,
অনেকগুলাে স্বপ্নের উদয়ন আর কিছু স্বপ্নের অস্ত গমন দিয়ে শুরুটা হয়েছিল । বরাবরই আমি ছিলাম আকস্মিক প্রেমী , আকস্মিকতা আমার অন্যরকম এক দুর্বলতা । খুবই ভাল লাগে যখন আকস্মিকভাবে ভাল কিছু ঘটে ।
জীবনের এই যাত্রাটাও ছিল আকস্মিকতা দিয়েই । ২৭ মার্চ ২০১৬ এর ঘুম জড়ানাে দুপুরের এক ফোন কলে চলে গেলাম । আকস্মিকতার কারণে সবার মাঝ থেকে হারিয়ে যাওয়ার মতােই হারিয়ে গেলাম । জীবনের যাত্রা পথের এই দুর্বার অভিঙ্গতা যেন চির যৌবনের ন্যায় স্বরণীয় ।
মৌলভীবাজার জায়গাটি ছিল বেশ সুন্দর, হৃদয়ে নাড়া দেওয়ার মতাে , তারপরও আমাদের একটু বেশিই নাড়া দেওয়া হতো । এইরকমভাবেই কৃত্রিম এক পৃথিবীতে প্রথম নয় মাস অতিক্রান্ত হয় । এই নয় মাসে মনে হয়েছিল মানব জীবন ক্ষুদ্র নয় ইহা যেন নয়শত বছরের ন্যায় সুদীর্ঘ।জীবনের কিছু অপ্রিয় খাবার খেয়েছিলাম এখানে ( মুরগি , মুরগা , মৃত মুরগি , জীবিত মুরগি ইত্যাদি ) আর ভ্রমণ করেছিলাম অচেনা কিছু দেশে ( ইন্ডিয়া , রাশিয়া , ইন্দোনেশিয়া ) Man vs World এর bear Grill কেও অনুসরণ করা হয়েছিল কিছুদিন।
বাড়িতে ফোন দেওয়ার সুযোগ হতাে না খুব একটা , অচেনা দেশ সফর , অপ্রিয় খাবার খাওয়া এসব বাদ দিয়ে ফোন করার সুযােগ পেতাম মাসে একবার। মা কে কখনাে ফোন দিতাম না , কারণ মা এর সাথে কথা বলতে গেলে আবেগটা কেমন যেন বেশি কাজ করতাে। তাই মেজো আপু কে ফোন দিতাম । অনেক চেষ্টা করতাম আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলতে কিন্ত আপুর কণ্ঠে ভাইয়া কেমন আছাে কথাটা শােনার পরে কেন জানি চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারতাম না । শুধু আমি নই , কেন জানি আমাদের সবাই আবেগ নিয়ন্ত্রণ করতে পারতো না , বাসায় কথা বলার সময়। যদিও বলা হয়ে থাকে আমাদের আবেগ বলে কিছু নেই ।
নয়শত বছরের ন্যায় দীর্ঘ, নয় মাস শেষে এসে পড়লাম বন্দর নগরী চট্টগ্রামে । সেখানে শুরু হলাে জ্ঞান আহরণ । পৃথিবীর সব পাঠশালায় যেন হার মেনে যায় এর কাছে । এখানেও নয় মাস । ক্লাস রুমে বসে থাকার ধৈর্যটা ছিল অসীম। এখান থেকেই ধৈর্য ধারণ করার এক সুনিবীর অধ্যায় রচিত হয় আমার জীবনে ।
এবার কিছুটা মুক্তির পালা । নয় মাসের জন্য চলে এলাম রাজধানী ঢাকায়। স্বাধীনতা আর সহজ লভ্যতার মধ্য দিয়ে এই নয় মাস কেটে গেল মাত্র ৯ দিনের মতাে প্রস্থ নিয়ে । আবার ফিরে গেলাম চট্টগ্রামে সর্বশেষ মুক্তির শপথ নিয়ে । কিছু দুর্বার অভিঙ্গতা আর সফলতা নিয়ে ফিরে এলাম সেখান থেকে স্বাধীনতার শহর ঢাকায়। এক বছর হয়ে গেল স্বাধীনতা পেয়েছি আর সব মিলিয়ে ৪ বছর।
হ্যা আজকের এই দিনেই শুরু হয়েছিল । বাংলাদেশ বিমান বাহিনীতে আমাদের পথ চলা । আজ সবাই ঘড়ে আছেন , মায়ের কোলে বা পিতৃভূমিতে কিছু প্রিয় মানুষগুলাের সাথে । এখন আমাদের আবেগ নেই, আমরা আমাদের প্রিয় মানুষগুলাের কাছে থেকে তাদের আবেগের সঙ্গী হতে পারছিনা কিন্তু তাতে আমাদের বিন্দুমাত্র আফসোস নেই , কারণ দেশের মানুষের ভালবাসা আছে আমাদের। এটাই আমাদের আবেগ , এটাই আমাদের ভালবাসা।
সকলের সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে সকলের জন্য সুস্থ্য ও নিরাপদ আশ্রয় কামনা করছি
আর তােরা , যারা এই চার বছর এর সাথী , যে যেখানেই থাকিস খুব ভাল থাকিস , ভাল থাকার থেকে দেশের মানুষ ও তোর উপর অর্পিত দায়িত্ব বেশি ভাল করে পালন করিস । দেশের মানুষের ভালবাসা বুকে আগলে রাখিস ।
শুভ জন্মদিন ।
৪৪ তম এন্ট্রি
বাংলাদেশ বিমান বাহিনী
৪৪ তম এন্ট্রি
বাংলাদেশ বিমান বাহিনী
Post a Comment