জীবনে যদি কিছু শিখতে চাও তাহলে সময়কে মূল্য দিতে শেখো ..

সময়ের মূল্য 
মো: বাইজিদ ইসলাম

জীবনে যদি কিছু শিখতে চাও তাহলে সময়কে মূল্য দিতে শেখো তাহলে তোমার জীবনের সবকিছু পাবে তুমি আর একবা যদি সময় হাত থেকে চলে যায় তখন তোমার আর কিছুই করার থাকবে না তুমি আর কিছুই করতে পারবে না
জীবনে চলার পথে অনেক বাধা অনেক ষ্ট আসবে হার না মেনে মোকাবেলা করো তোমাকে কোন বাধায় আটকে রাখতে পারবে না
photo
জীবনটা অনেক কষ্টের তাই কষ্ট কে তোমার বন্ধু মনে করে চলতে হবে দেখবে একদিন তোমার সেই বন্ধু তোমাকে অনেক সুখ অনেক খুশি দিয়ে চলে যাবে
আর মনে রাখবে তুমি ইচ্ছা করলে সবকিছু করতে পারবে,
শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে
এভাবে চললে তোমার জীনে আর কোন কিছুর অভাব থাকবে না।

1 টি মন্তব্য:

hi my name is baized