আত্ম পরিচয়,চন্ডালের ভাষা সংস্কৃত নাশা অশুচি বিদ্যা লেখতে নিষেধাজ্ঞা ।
আত্ম পরিচয়
আসলাম হোসেন
চন্ডালের ভাষা
সংস্কৃত নাশা
অশুচি বিদ্যা
লেখতে নিষেধাজ্ঞা ।
বৌদ্ধরা এসে
চর্যাপদ লেখে
ঘোচাল অশুচিতা ।
সংস্কৃতের নাতি
জোটে রাজ স্বীকৃতি
সুলতানী আমলে ।
বেনিয়া ইংরেজ
হল রাজ অভিষেক
বাংলা নিয়ে দখলে ।
সকলের প্রয়োজনে
লেখা শুরু সর্বজনে
ম্লেচ্ছ যবণ গুরুও চন্ডালে ।
অনেক ঢংএ হরেক রং এ
বাংলা পেল পূর্ণতা
শত গুনীর হাতের ছোয়ায়
থাকল নাক শুণ্যতা
বৃটিশ রাজের বিদায় দিয়ে
পাক ভারতের স্বাধীনতা।
সব অধিকার হরণ হল
আমরা পেলাম অধিনতা ।
ফাগুন মাসের আগুন ঝড়া
রাজপথের সে আন্দোলনে।
বীর বাঙালী চেতনাতে
স্বাধীনতার বীজ বুনে।
স্বাধীকার হতে স্বাধীনতা
ছিনিয়ে আনে;
ঝাঁপিয়ে পড়ার ডাক শুনে।
আসলাম হোসেন
চন্ডালের ভাষা
সংস্কৃত নাশা
অশুচি বিদ্যা
লেখতে নিষেধাজ্ঞা ।
বৌদ্ধরা এসে
চর্যাপদ লেখে
ঘোচাল অশুচিতা ।
সংস্কৃতের নাতি
জোটে রাজ স্বীকৃতি
সুলতানী আমলে ।
বেনিয়া ইংরেজ
হল রাজ অভিষেক
বাংলা নিয়ে দখলে ।
সকলের প্রয়োজনে
লেখা শুরু সর্বজনে
ম্লেচ্ছ যবণ গুরুও চন্ডালে ।
অনেক ঢংএ হরেক রং এ
বাংলা পেল পূর্ণতা
শত গুনীর হাতের ছোয়ায়
থাকল নাক শুণ্যতা
বৃটিশ রাজের বিদায় দিয়ে
পাক ভারতের স্বাধীনতা।
সব অধিকার হরণ হল
আমরা পেলাম অধিনতা ।
ফাগুন মাসের আগুন ঝড়া
রাজপথের সে আন্দোলনে।
বীর বাঙালী চেতনাতে
স্বাধীনতার বীজ বুনে।
স্বাধীকার হতে স্বাধীনতা
ছিনিয়ে আনে;
ঝাঁপিয়ে পড়ার ডাক শুনে।
Post a Comment