নয়নে ভাসে মন,আমি বিভোর হয়ে থাকি উপায় খুজে নাহি পায় হই দিশে হারা
নয়নে ভাসে মন
আমি বিভোর হয়ে থাকি
উপায় খুজে নাহি পায়
হই দিশে হারা,
এই মন শুধু নিজে কে
লুকিয়ে দেই সারা!
লুকিয়ে আর থাকবো কত দিন?
যখন মনের কাছে করে আনাগোনা হাজারো ঋন!
ঋনের বোঝা লইয়া মাথায়
ঘুরি একা একা,
সারানিশি জেগে জেগে কবে হবে
তোমার আর আমার দেখা।
দেখা জানি হবে না
নয়নে বাসে মন,
তোমার আর আমার ভালোবাসা
ইতিহাসের পাতায় থাকবে সর্বক্ষন!!
আমি বিভোর হয়ে থাকি
উপায় খুজে নাহি পায়
হই দিশে হারা,
এই মন শুধু নিজে কে
লুকিয়ে দেই সারা!
লুকিয়ে আর থাকবো কত দিন?
যখন মনের কাছে করে আনাগোনা হাজারো ঋন!
ঋনের বোঝা লইয়া মাথায়
ঘুরি একা একা,
সারানিশি জেগে জেগে কবে হবে
তোমার আর আমার দেখা।
দেখা জানি হবে না
নয়নে বাসে মন,
তোমার আর আমার ভালোবাসা
ইতিহাসের পাতায় থাকবে সর্বক্ষন!!
Post a Comment