করোনা ভাইরাস, নিয়েও আমরা ছিল্লি শুরু করেছি।
করোনা ভাইরাস
করোনা ভাইরাস নিয়েও আমরা ছিল্লি শুরু করেছি।সাম্প্রতিক ফেছবুকে একটা পোস্ট দেখা যাচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে ২০১৪ সালে মো: জিহাদ হাসান জেনন নামে এক যুবক ফেছবুকে পোস্ট করেছিলো ২০২০ সালে করোনাভাইরাস নামে একটা আতঙ্ক ছড়াবে।এর মত বিয়াদব আর কে হতে পারে।আমরা জানি ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন। তারিখ পাল্টানো বা আগে পোস্ট করা কোন লেখা এডিট করা কোন বড় বেপার না।এটা ভুয়া আমরা সবাই বুঝি কিন্তু কত বড় অমানুষ হলে এই রকম একটা গুজব রটানোর সাহস পায় একটু বলবেন দয়া করে।যে ভাইরাসের কারণে সারা দুনিয়ার মানুষ আতংকিত তা নিয়েও মানুষের মাঝে ভুলভ্রান্তি ছড়ানো। একমাত্র আল্লাহতালাই জানেন কি হবে।এমন একটা বিষয় নিয়েও মানুষ গুজব রটাই কি করে।
Post a Comment