কাঁদে স্মৃতির পাখি
কাঁদে স্মৃতির পাখি
রিতা ফারিয়া রিচি
বয়স যখন পুতুল খেলার ছিলো
দেয় সাজিয়ে ওরা অামায় বধু
কাবিননামায় সইটা অামার নিলো
চারিপাশেই অভিমানের মধু৷
এইতো সেদিন লাজুকমাখা মুখে
এলাম ছুটে তোমার ছোট্ট নীড়ে
দিনগুলো যে কাটতো দারুণ সুখে
হাজার রকম রঙ্গীন স্মৃতির ভীড়ে৷
অামরা দুজন ছিলাম চখা-চখি
হইনি অাড়াল একটা দিনের তরে
যাসনে কভু অামায় ছেড়ে সখি
বললে তুমি পড়লে যেবার জ্বরে৷
না ঘুমিয়ে করছি কতো সেবা
থাকছি পড়ে তোমার পায়ের কাছে
এমন সোহাগ করতো বলো কে বা
অামি ছাড়া পাশে কে অার অাছে!
জীবন-মরণ সঁপেছিলাম তোমায়
প্রভুর পরে তুমি ছিলে দামি
মরণব্যাধি হলে ছিলাম কোমায়
পাইনি পাশে তোমায় প্রিয় স্বামী!
চলে গেলে অামায় দিয়ে ফাঁকি
শুনতে পেলাম করছো অারেক বিয়ে
তোমার স্মৃতি মনের মাঝে অাঁকি
সুখেই অাছো নতুন বধু নিয়ে৷
কষ্ট বুকে অাজো পুষে রাখি
হঠাৎ করে কই হারালে তুমি
ছটফটিয়ে কাঁদে স্মৃতির পাখি
বিরহিনী তোমার ফটোই চুমি৷
কোথায় অাছো না জানি তার খবর
ভালো থাকো এই কামনায় করি
সারাজীবন করেই যাবো ছবর
বাসবো ভালো বাঁচি কি বা মরি!
রিতা ফারিয়া রিচি
বয়স যখন পুতুল খেলার ছিলো
দেয় সাজিয়ে ওরা অামায় বধু
কাবিননামায় সইটা অামার নিলো
চারিপাশেই অভিমানের মধু৷
এইতো সেদিন লাজুকমাখা মুখে
এলাম ছুটে তোমার ছোট্ট নীড়ে
দিনগুলো যে কাটতো দারুণ সুখে
হাজার রকম রঙ্গীন স্মৃতির ভীড়ে৷
অামরা দুজন ছিলাম চখা-চখি
হইনি অাড়াল একটা দিনের তরে
যাসনে কভু অামায় ছেড়ে সখি
বললে তুমি পড়লে যেবার জ্বরে৷
না ঘুমিয়ে করছি কতো সেবা
থাকছি পড়ে তোমার পায়ের কাছে
এমন সোহাগ করতো বলো কে বা
অামি ছাড়া পাশে কে অার অাছে!
জীবন-মরণ সঁপেছিলাম তোমায়
প্রভুর পরে তুমি ছিলে দামি
মরণব্যাধি হলে ছিলাম কোমায়
পাইনি পাশে তোমায় প্রিয় স্বামী!
চলে গেলে অামায় দিয়ে ফাঁকি
শুনতে পেলাম করছো অারেক বিয়ে
তোমার স্মৃতি মনের মাঝে অাঁকি
সুখেই অাছো নতুন বধু নিয়ে৷
কষ্ট বুকে অাজো পুষে রাখি
হঠাৎ করে কই হারালে তুমি
ছটফটিয়ে কাঁদে স্মৃতির পাখি
বিরহিনী তোমার ফটোই চুমি৷
কোথায় অাছো না জানি তার খবর
ভালো থাকো এই কামনায় করি
সারাজীবন করেই যাবো ছবর
বাসবো ভালো বাঁচি কি বা মরি!
Post a Comment