হে মানব জাতী তোমরা কিসের এত অহংকার করো!!১ টা ভাইরাসের ওজন ০.৮৫ এট্টোগ্রাম।

হে মানব জাতী তোমরা কিসের এত অহংকার করো!!
১ টা ভাইরাসের ওজন ০.৮৫ এট্টোগ্রাম।
১ এট্টোগ্রাম = ০.৮৫ x ১০ টু দ্য পাওয়ার - ১৮ গ্রাম (মাইনাস ১৮)
সহজ করে বললে - ১ টা ভাইরাসের ওজন হল ১ গ্রামের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগের দশ লক্ষ ভাগের এক ভাগ।
একজন মানুষকে অসুস্থ করতে ৭০ বিলিয়ন ভাইরাসের প্রয়োজন।
৭০ বিলিয়ন ভাইরাসের ওজন ০.০০০০০০৫ গ্রাম। বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০,০০,০০০ এর মত।
তাহলে বিশ্বের সমস্ত আক্রান্তদের দেহে সমস্ত ভাইরাসের মোট ওজন প্রায় ১ গ্রাম।
১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম।
এত উন্নত মানব সভ্যতা মাত্র ১ ফোঁটা ভাইরাসের কারণে হাঁটু ভেঙ্গে পড়ে গেছে!!
এরপরেও কি আমরা নিজেদের অনেক বুদ্ধিমান, ক্ষমতাবান মনে করতে পারি? নিজেদের বুদ্ধিমত্তা, জ্ঞান, অর্থ-সম্পদ, সৌন্দর্য কোনো কিছু নিয়েই কি অহংকার করতে পারি???
লিখেছেন আল মাহমুদ ভাই।
মা'শা-আল্লাহ্
অহংকার তো তারই সভা পায় যিনি এই সমস্ত ভুখন্ডের সৃস্টিকর্তা!!আল্লাহ্ মহান।।

কোন মন্তব্য নেই

hi my name is baized