বেজায় কষ্ট পেয়ে আমার এই ঘর আমি স্বপ্নবুনি তার ঘরের ঘরামির আশায় চেয়ে থাকি বার বার

বেজায় কষ্ট পেয়ে

মোঃ টিটুল হোসেন

আমার এই ঘর
আমি স্বপ্নবুনি তার
ঘরের ঘরামির আশায়
চেয়ে থাকি বার বার

তবে আমার কথা শুনবে
নাকি কে বা কার
যে আমার,
আমি স্বপ্নবুনি তার!

হবে প্রলয় সংকটে ঘুর্ণি
যে আমার
আমি স্বপ্নবুনি তার

আমার ঘর ভেঙ্গে দেবে -
আমি ভয়ানক হবো,
হবো সাইকোলন, হবো ঘুর্ণি,
হবো সিডর, হবো বুলবুলি, হবো ফন্নি,
হবো আয়না, হবো নারগিস, হবো কালবৈশাখী,
আমার স্বপ্নগুলো ছিলো রাশি রাশি!

আমার ঘর ভেঙ্গে দেবে
সহায় আপুনি ভেঙ্গে দেয় যদি ঐ দার
আমি স্বপ্নবুনি তার

আমি রাগহীন রাজার
রাজ্য করি চাষ
আমার ঘর ভেঙ্গে দিয়ে
সুখে করবে বাস

আমি তখন হবো?

আমি মহাদূর্যোগ
আমি অগ্নিশেখার জ্বলন্ত আগুন
আমি সমুদ্রের উত্তাল ঢেউ
না হয় হবো শিলাবৃষ্টি
যার কারণে এই পৃথিবীতে আমার সৃষ্টি

যে আমার ঘর
আমি স্বপ্নবুনি তার

আমি সুখের আশায় প্রহরের কাটায়
ঘুমের দেশে গিয়ে,
ঘুমটা আমার না বড় বেজায় কষ্ট পেয়ে

কোন মন্তব্য নেই

hi my name is baized